দেবীগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

- আপডেট সময় : ০৯:২৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের’ আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সোলায়মান আলী সহকারী পরিচালক পাট অধিদপ্তর দিনাজপুর।
আজ সোমবার (১৮ মে) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন
, দিনাজপুর অঞ্চল সহকারি উপ-পরিচাল সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈম মোরশেদ, বাসুদেব রায় অতিরিক্ত পরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পঞ্চগড় ,সুমাইয়া সাদিয়া কৃষি সমপ্রসারণ অফিসার দেবীগঞ্জ পঞ্চগড়,দিলীপ কুমার মালাকার পাট উন্নয়ন কর্মকর্তা পাঠ অধিদপ্তর পঞ্চগড়।এসময় উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রমুখ।
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান নূর জানান, ৭৫ জন কৃষক ও কৃষাণিকে কৃষি উপকরণ হিসেবে একটি রঙিন পাটের ব্যাগ, খাতা কলম, বিতরণ করা হয়েছে।৭৫ জন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। তবে এই মৌসুমে মোট ২২০০ জন কৃষক ও কৃষাণিকে এ আওতায় আনা হয়েছে। ভর্তুকি হিসাবে সার , বীজ বিতরণ করেছেন পার্টও অধিদপ্তর দেবীগঞ্জ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের পাট চাষী গন।