বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার জগদল হাট বাজারে এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করেছে। তবে কেয়ারটেকার সরকার ছাড়া এদেশের জনগণ আর কোন নির্বাচন মানবে না। এছাড়া সম্পূর্ণ অন্যায় ভাবে জামায়াতের আমির ডঃ শফিকুল রহমানকে দৈর্ঘ্য ১১মাস ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। সরকারের ষড়যন্ত্রে মিথ্যা মামলায় গত আড়াই বছর ধরে দলের শীর্ষ নেতাদের সহ কারাবন্দী সকল রাজবন্দীদের অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানানো হয়। এ সময় মাওলানা আবু বক্কর সিদ্দীক দপ্তর সম্পাদক জেলা জামাত পঞ্চগড়, মোঃ জুলফিকার আলী সভাপতি জেলা ছাত্রশিবির পঞ্চগড়, ছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।