মাদিদি পার্ক
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার প্রতিনিধি : মোছা:সাহানা খাতুন।
মাদিদি বলিভিয়ার ওপরের আমাজন নদীর অববাহিকায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ উদ্যানের আয়তন ১৮,৯,৫৮ বর্গকিমি। পার্শ্ববতী মানু রিপি-হিথ, অ্যাপোলোম্বা এবং (পেরুর সীমান্তের ওপারে) মানু বায়োস্ফিয়ার রিজার্ভের সাথে, মাদিদি বিশ্বের বৃহত্তম সংরক্ষিত এলাকার একটি অংশ। আন্দিজ পবর্তমালা থেকে টুইচি নদীর রেইনফরেস্ট পযর্ন্ত বিস্তৃত, মাদিদি এবং এর সংলগ্ন এলাকা জৈবিকভাবে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল হিসেবে স্বীকৃত।বরফাবৃত পর্বতশ্রেণি, মালভূমি এবং সবুজে ঘেরা উদ্যানটি তার ১২৫৪ টির ও বেশি প্রজাতির পাখির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বনাঞ্চল। প্রকৃতি যেন এখানে সব রূপরস ঢেলে দিয়েছে। আন্দিজ থেকে ৭,০০০ বর্গমাইল দূরে আমাজনের গহীনে মাদিদি ল্যাশনাল পার্কে রয়েছে বিষাক্ত সব গাছ ও পোকামাকড়।মৃত্যু ঝুঁকি থাকার পর ও স্থানটি পরিদর্শনে ভ্রমণপিয়াসী মানুষ কে ধরে রাখা বড় দায়।