পাবনা সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় গ্রেপ্তার ০৩ জন
পাবনার সাঁথিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে মারপিটের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নন্দনপুর ইউনিয়নের চকনন্দনপুর গ্রামের জামাল রাজাকারের ছেলে মেহেদী হাসান রুবেল(৩৫), সাঁথিয়া পৌরসভাধীন কোনাবাড়িয়া গ্রামের সবুর শেখের ছেলে মেহেদী হাসান(২৮), সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের আইয়ুব মুন্সির ছেলে সাদ্দাম হোসেন(৩২)। সাঁথিয়া থানার অভিযোগ সুত্রে জানা যায়, গত ৮ অক্টাবর বিকেল ৩টায় সাঁথিয়া থানার সামনে রুপালী ব্যাংকের নীচে পূর্বের শক্রতার জের ধরে রুবেল ও মেহেদী হাসান সাঁথিয়া পৌর আ’লীগ সাধারণ সম্পাদক ও উপজলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে অকথ্য ভাষায় গালমন্দম করে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় ভাইস চেয়ারম্যান সোহল রানা খোকন সাঁথিয়া বাজার আব্দুল লতিফের ৪তলা বিল্ডিং এ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলার বাসায় দেখা করতে যায়। এসময় রুবেল ও মেহেদী হাসান এর নেতত্ব ৫ জন মিলে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র নিয়ে মারপিট করে।
এ ঘটনায় সোহেল রানা খোকন বাদী হয়ে রুবলসহ ৫ জনকে আসামী করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পলাতক আসামী মেহেদী হাসান রুবেল, মেহেদী হাসান ও সাদ্দামকে গত ১৩ অক্টোবর রাতে পাবনার চাটমোহর উপজেলা থেকে আটক করা হয়। অভিযাগটি আমলে নিয়ে শুক্রবার দুপুরে ১৬ নং মামলায় আটককৃতদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।