ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
করিমগঞ্জ উপজেলা নিয়ামতপুর বাজারের ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
করিমগঞ্জ উপজেলা নিয়ামতপুর বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই ) করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারে বনিক সমিতির আয়োজনে দোকান চুরি-ডাকাতি ছিনতাই বন্ধ ব্যবসায়ীদের মাঝে সু-সম্পর্ক,মাদক মুক্ত এলাকা তৈরী ও সুষ্ঠ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা করা হয়
নিয়ামতপুর বাজার বনিক সমিতির আয়োজনে উক্ত সভায় বক্তব্য রাখেন,করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু, সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল (এএসপি)জনাব একেএম শাহীন মন্ডল করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী প্রমুখ
উক্ত সভায় বক্তারা করিমগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্য আমরা সকলেই সক্রিয় ভাবে কাজ করবো জনগণের সঙ্গে সংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করতে হবে। যারা অপরাধ করছে আপনারা অপরাধী কে চিহ্নিত করে রাখবেন আমাদেরকে জানাবেন,আমরা অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নিবো। সেই সাথে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো আমরা সকলেই। আমাদের সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে বলে জানান তিনি।
এছাড়াও নিয়ামতপুর বাজারের বিভিন্ন দোকানে চুরি-দুর্বৃত্তায়ন পেশি শক্তিরব্যবহার,বাল্যবিবাহের কুফল,বাজারে সিসি ক্যামেরা স্থাপন ব্যবসায়ীদের মাঝে সুসম্পর্ক,মাদক মুক্ত এলাকা তৈরি ও এলাকায় শান্তিময় এবং সুষ্ঠু পরিবেশ তৈরীর উদ্দেশ্যে এ মতবিনিময় সভায় আলোক পাত করেন বক্তারা।