সাঘাটায় বিশ্ব হাত ধোয়াঁ দিবস উদযাপিত ।
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, হাত ধোয়াঁ প্রদর্শনী ও অনুশীলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ অক্টোবর) সাঘাটা উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এরপরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ। এছাড়াও আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, মৎস অফিসার এমদাদুল হক, পল্লি উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রেবা বেগম, একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মদক, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমুখ।