আজ হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া
কৃষ্ণপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনা আজ, আজ মহালয়া। শনিবার (১৪ অক্টোবর) দেবীপক্ষের শুরু হওয়ার তিথি প্রকৃতিতে জানান দিল, দেবী দুর্গার মর্ত্যে আসার আগমনী বার্তা।হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ শনিবার। দুর্গোৎসবের তিনটি গুরুত্বপূর্ণ পর্বের একটি মহালয়া।ভোর থেকেই চণ্ডীপাঠের মাধ্যমে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসার আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্ত্যে আহ্বান জানায় ভক্তরা।এরপর মূল আচার-অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হবে। মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়।মহালয়ার পর আগামী ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায়। যার ফল হচ্ছে ফসল ও শস্যহানি।