পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি আয়োজনে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা হয়। গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরমেয়র বীরমুক্তযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা বাশিস’র সভাপতি মফিজুল হক, সংস্থার সিডিসি সভাপতি উম্মে কুলছুম,শিক্ষক লিয়াকত আলী, শিক্ষারর্থী তিথি রায় প্রমুখ।
শিক্ষার্থীদের মানদক্ষ করতে উপজেলার ১৭টি বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ইংরেজি ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণী করা হয়।