করিমগঞ্জে ১০০০ লিটার চৌলাই মদ” মদ তৈরীর সরঞ্জাম ও অটোরিক্সাসহ গ্রেফতার ৩
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই শ্লোগানকে সামনে রেখে করিমগঞ্জ উপজেলা করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ পৌরসভাস্থ মাছ বাজারের পশ্চিমে ও নরসুন্দা নদীর পূর্বপাড় সুইপার পট্টি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১০০০ লিটার দেশীয় তৈরী চৌলাই মদ, মদ তৈরীর সরঞ্জাম, ১৫টি গ্যাসের সিলিণ্ডার বোতল, ২১টি পাতিল ও মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিক অটোরিক্সা উদ্ধার সহ ৩ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর )করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে করিমগঞ্জ থানার (এসআই)আবু তাহের সঙ্গীয় ফোর্স সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ পৌরসভাস্থ মাছ বাজারের পশ্চিমে ও নরসুন্দা নদীর পূর্বপাড় সুইপার পট্টি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১০০০ লিটার দেশীয় তৈরী চৌলাই মদ, মদ তৈরীর সরঞ্জাম, ১৫টি গ্যাসের সিলিণ্ডার বোতল, ২১টি পাতিল ও মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিক অটোরিক্সা উদ্ধার সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয় করিমগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো রিপন চন্দ্র সরকার (৩৬) পিতা অশ্বিনী চন্দ্র সরকার, সাং-নগরকুল,মো: হৃদয় মিয়া(১৮) পিতা-রাজু মিয়া,সাং-চর তালজাঙ্গা, উভয় থানা-তাড়াইল মো: রিদয় মিয়া (২১)পিতা মো: বকুল মিয়া,সাং-মধ্যপাড়া থানা-তাড়াইল সর্বজেলা –
কিশোরগঞ্জ।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ পৌরসভাস্থ মাছ বাজারের পশ্চিমে ও নরসুন্দা নদীর পূর্বপাড় সুইপার পট্টি স্থানে কতিপয় লোকজন চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদটি মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানকে অবগত করিলে (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় থাকে গ্রেফতার করতে সক্ষম হয় করিমগঞ্জ থানা পুলিশ।তিনি আরো বলেন,এ ঘটনায় করিমগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আগামীকাল ১৮ অক্টোবর সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে।