আওয়ামী লীগ সরকার সব সময় গরীব দুঃখী অসহায় মানুষের চিন্তার কথা করেন
পঞ্চগড়ের দেবীগঞ্জ-উপজেলার ৮ নং দন্ডপাল ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে,, ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।। উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঃ আলহাজ্ব অজগর আলী চেয়ারম্যান ৮ নং দন্ডপাল ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং দন্ডপাল ইউনিয়ন শাখা।
সঞালনায়: ছিলেন মশিউর রহমান ইউপি সদস্য ৮ নং দন্ডপাল ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড।।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট নুরুল ইসলাম সুজন ( এমপি ) মাননীয় মন্ত্রী রেলপথ মন্ত্রণালয় ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখা।।
বিশেষ অতিথিঃ – হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা,, আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা। আব্দুল মালেক চিশতী চেয়ারম্যান উপজেলা পরিষদ দেবীগঞ্জ-পঞ্চগড়। বাবুল হোসেন সরকার ভাইস-চেয়ারম্যান দেবীগঞ্জ-উপজেলা পরিষদ।
বাবু নেপাল চন্দ্র রায় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং দন্ডপাল ইউনিয়ন শাখা। জনবা রিতু আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান দেবীগঞ্জ-উপজেলা পরিষদ,, প্রমুখ।।
উক্ত আলোচনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন বর্তমান সরকার গরীব দুঃখী অসহায় মানুষের সরকার,, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার,, গরীব দুঃখী অসহায় মানুষের কথা চিন্তা করে টিসিবির পণ্য,, ( ৩০ ) কেজি করে চাল অর্থাৎ ছয়ধাড়িয়া কার্ড)বিধবা ভাতা,, বয়স্ক ভাতা,, প্রতিবন্ধী ভাতা,, পঙ্গু ভাতা,, এছাড়াও এই সরকার গরীব দুঃখী অসহায় মানুষের কথা চিন্তা করে আরও অনেক উন্নয়ন মুলক কাজ হাতে নিয়েছেন।।
সব শেষে দলমত নির্বিশেষে আবারও নৌকায় ভোট চান উক্ত নেতাকর্মীরা।