বরগুনায় শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে বরগুনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরান। বুধবার বেলা ১১ টার দিকে শেখ রাসেল শিশু কিশোর প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের হল রুমে কোমলমতি শিশুদের হাতে শিক্ষা উপকরণ গুলো তুলে দেওয়া হয়। এ সময় শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক সহ বরগুনা জেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান তার বক্তাব্যে বলেন, আজকে তোমরা ছোট তোমরাই আগামীর স্মার্ট জেনারেশন তোমরাই গর্বে আগামীর স্মার্ট বাংলাদেশ। তোমাদের জানতে হবে বাঙালীর আসল ইতিহাস তোমাদের জানতে হবে বঙ্গবন্ধু কে ছিল এবং বাংলাদেশ নিয়ে তার অবদান। তোমরা ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর ইতিহাস পড়বে এবং জানবে। তোমাদের জানতে হবে সেদিনের সেই নিশংস হত্যাকাণ্ডের কথা,যারা সেদিন ছাড় দেয়নি সেই ছোট্ট শিশু শেখ রাসেল কেও। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বরগুনা জেলা ছাত্রলীগের কর্মী মাকসুদুল হাসান রাতিন।