দেবীগঞ্জে খুটামারা সুপার লীগের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে
ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল মাদক ছেড়ে মাঠে চল। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের খুটামারা মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে,, ৩য় আসরের খুটামারা সুপার লীগের এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ফুটবল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঃ মোঃ মোরছালিন হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক স্বাধীন বাংলা যুব সংঘ।।
উক্ত ফুটবল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঃ আক্তার হোসেন নিউটন সদস্য পঞ্চগড় জেলা পরিষদ দেবীগঞ্জ-পঞ্চগড়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঃ ফরিদ হাসান স্বপন ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা,, রাজু আহমেদ মিঠু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা,, সাজ্জাদ হোসেন প্রধান সবুজ সাধারণ সম্পাদক বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা,, মোছাঃ রিতু আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান দেবীগঞ্জ-পঞ্চগড়,, বাবু পরেশ চন্দ্র রায় চেয়ারম্যান ৯ নং দেবীডুবা ইউনিয়ন পরিষদ, সামসুল আলম সরকার সাধারণ সম্পাদক দেবীডুবা ইউনিয়ন শাখা, ইমরানুর রহমান ইমরান সিনিঃ সহ সভাপতি দেবীডুবা ইউনিয়ন শাখা,,আবু বাকের প্রধান, আইন বিষয়ক সম্পাদক,, আসাদুজ্জামান আসাদ যুগ্ন সাধারণ সম্পাদক,,
শফিউল আলম শাহিন প্রধান শিক্ষক খুটামারা মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়,, প্রমুখ।।
উক্ত ফুটবল খেলা টি আয়োজন করেছেন খুটামারা সুপার লীগ খুটামারা,দেবীডুবা,, দেবীগঞ্জ-পঞ্চগড়।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮