“আমাদের সুজানগর” সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
পাবনার সুজানগরে “আমাদের সুজানগর” সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও আলতাব হোসেনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, হাটখালি ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ খান, সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও কথাসাহিত্যিক এ কে আজাদ দুলাল, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) পরিচালক কবি ও কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।