10:35 am, Tuesday, 17 September 2024

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ইউএনও’র সহায়তা প্রদান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁও সদর উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা প্রদান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উদ্দ্যেগে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর (কুড়ালী পাড়া) গ্রামে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহায়তা ও পরিবারে শীত বস্ত্র এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর আলম, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য কার্তিক চন্দ্র, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ঢোলারহাট ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ষষ্ঠী রাম বর্মনসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সদস্যগণ।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, গতকাল সন্ধ্যা ৬:৪৫ মিনিটে আগুন লাগার খবর ঘটনাস্থলে আসি এবং তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে সাথে ইউএনও মহোদয়কে ফোনে অবগত করি। তিনি বলেন আজকে ইউএনও মহোদয় নিজে এসে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন এবং আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে ঘর নির্মানের জন্য ঢেউ টিনসহ আরও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, চলমান শারদীয় দূর্গা উৎসব চলাকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বীর গরিব ৭ টি পরিবারের ২৪টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে করে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছেন আমি আজকে সামান্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মাঝে ঢেউ টিনসহ ঘর পূর্ণনির্মানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 12:45:08 pm, Tuesday, 24 October 2023
124 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে ইউএনও’র সহায়তা প্রদান

আপডেট সময় : 12:45:08 pm, Tuesday, 24 October 2023

ঠাকুরগাঁও সদর উপজেলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা প্রদান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উদ্দ্যেগে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর (কুড়ালী পাড়া) গ্রামে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারে আর্থিক সহায়তা ও পরিবারে শীত বস্ত্র এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর আলম, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য কার্তিক চন্দ্র, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাশেম, ঢোলারহাট ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ষষ্ঠী রাম বর্মনসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সদস্যগণ।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, গতকাল সন্ধ্যা ৬:৪৫ মিনিটে আগুন লাগার খবর ঘটনাস্থলে আসি এবং তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে সাথে ইউএনও মহোদয়কে ফোনে অবগত করি। তিনি বলেন আজকে ইউএনও মহোদয় নিজে এসে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন এবং আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে ঘর নির্মানের জন্য ঢেউ টিনসহ আরও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, চলমান শারদীয় দূর্গা উৎসব চলাকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বীর গরিব ৭ টি পরিবারের ২৪টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে করে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ছেন আমি আজকে সামান্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মাঝে ঢেউ টিনসহ ঘর পূর্ণনির্মানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।