11:08 am, Tuesday, 17 September 2024
সংবাদ শিরোনাম ::
গুডনেইবারস মহিলা সমবায় সমিতির পালন
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশচ্ এ প্রতিপাদ্যে জাতীয় পতাকা ও সময় পতাকা উত্তোলনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার বিকেলে গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির আয়োজনে আকাশী অফিসে এই দিবস হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেন, উপজেলা কালব এর ম্যানেজার আবু সাঈদ, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পদক বিষ্ণু পদ রায়, গুডনেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির কো-অপারেটিভ অফিসার খ,ম,আরিফুল ইসলাম, গুডনেইবারস কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির কো-অপারেটিভ অফিসার রায়হান হাবিব, গুডনেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগম,
কোষারাণীগঞ্জ মহিলা সমবায় সমিতির সভাপতিয় সমিতির সভাপতি খুশি প্রমুখ।
বিষ্ণুপদ রায়
পীরগঞ্জ, ঠাকুরগাঁও
০১৭১৮৬৬৪৭০৫