জয়পুরহাটে জামায়াতের নেতা কর্মির উপর লাঠিচার্জ, পুরোনো ভিডিও ভাইরাল,ক্ষেতলাল থানা ওসি প্রত্যাহার……..

- আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি।
জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপর ২০১২ সালে লাঠিচার্জ পুরানো একটি ভিডিও ভাইরাল হওয়ায় জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে।
গত (১৩ জুন) ক্ষেতলাল থানায় যোগদান করেছিলেন ওসি হাসমত।
মঙ্গলবার (২৪ জুন) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়পুরহাট শহরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মিছিলে লাঠিচার্জ করছেন হাসমত আলী।
জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ২০১২ সালের (৪ নভেম্বরের)। সেদিন দলের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জয়পুরহাট শহরে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। জয়পুরহাট সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাসমত আলীর লাঠিপচার্জে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার তৎকালীন সেক্রেটারি নজরুল ইসলামসহ অনেকে আহত হন। ওইদিন গুলিতে শিবিরকর্মী বদিউজ্জামান নিহত হন।
ওই ঘটনার ১৩ বছর পর (১৩ জুন) হাসমত আলী ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। থানা সূত্রে জানাগেছে,১৩ বছর আগের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হওয়ার পর বুধবার (২৫ জুন) সকালে ওসি হাসমত আলী গোপনে থানা ছেড়ে চলে যান।
ক্ষেতলাল উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন মন্ডল বুধবার (২৫ জুন) উপজেলা আইনশৃঙ্খলা মিটিংএ বলেন, তৎকালীন এসআই হাসমত আলী জামায়াতের নেতা-কর্মীদের বেধড়ক লাঠিচার্জ করেছিলেন। সেদিন গুলিতে শিবিরকর্মী বদিউজ্জামান মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, ওসি হাসমত আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জয়পুরহাট সদর থানায় এসআই পদে কর্মরত থাকাকালীন জামায়াতের মিছিলে তাঁর লাঠিচার্জ একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।