আত্রাইয়ে উপকারভোগীদের সাথে এমপি‘র মতবিনিময়।
অন্তর আহমেদ , নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। মঙ্গলবার দুপুরে উপজেলা বিশা ইউনিয়নের সমসপাড়া স্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমপি আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওই ইউনিয়নের পাঁচ হাজার ৫৬১জন বিভিন্ন উপকারভোগী,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলার পতিসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ঠ নব-নির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল।