দেবীগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে ব্যাপক সাড়া

- আপডেট সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে দেবীগঞ্জ পৌর সদরের রফিকুল ইসলামের মিল চাতালে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি।
কর্মসূচিতে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয়ে এই কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হিরা প্রমুখ।