ফিলিস্তিনে শিশু নির্যাতনসহ নারকীয় হত্যা যজ্ঞের প্রতিবাদে সিমুনিয়া খেলাঘর আসরের মানববন্ধন।
কক্সবাজার প্রতিনিধি।।
“বারুদের গন্ধ নয় ফুলের সুবাস চাই ‘
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটি আহুত প্রতিবাদি কর্মসূচীর আওতায় কক্সবাজারের অন্যতম শিশু- কিশোর সংগঠন সিমুনিয়া খেলাঘর আসর ফিলিস্তিনে বর্বর ইসরায়েল কর্তৃক শিশু হত্যাসহ নারকীয় হত্যাযঙ্গের প্রতিবাদে ১০ নভেম্বর শুক্রবার বিকেল ৫টায় কক্সবাজার জেলা পরিষদের সামনে প্রতিবাদী মানববন্ধন করেছে।
সিমুনিয়া খেলাঘর আসরের সহসভাপতি ছফিনা আজিমের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক এর সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, সিমুনিয়া খেলাঘর আসরের নেভী বড়ুয়া, মোঃ রেজাউল করিম,ফেরদৌস কবির,আজিমা আক্তার ইমা,রাবেয়া বেগম রাবু,হৃদয় প্রমুখ
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন মৈত্রির বন্ধনে শান্তিময় বিশ্ব চাই”। পৃথিবীর বাকি মানুষের মত ফিলিস্তিনের শিশু সহ সকল মানুষেরও অধিকার রয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার। সেই সঙ্গে ফিলিস্তানের সাধারণ মানুষের পক্ষে সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রতিবাদী মানববন্ধনে সিমুনিয়া খেলাঘর আসরের কর্মকর্তা, অভিভাবক এবং একাডেমির শিক্ষক- শিক্ষিকা ও শিশু-কিশোর’রা উপস্থিত ছিলেন।