জামালপুরে বিভিন্ন কার্ডধারী উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেছে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন।
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি।
জামালপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, হতদরিদ্র কর্মসূচী ভাতা ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী ও অন্যান্য কার্ডধারী উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শরিফপুর ইউনিয়নে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে শরিফপুর ইউনিয়ন পরিষদ এই মতবিনিময় সভার আয়োজন করেন। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মঞ্জুর রাফি আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসউদ্দিন সহ আরো অনেকে।
এর আগে শিক্ষা প্রকৌশলীর বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে রঘুনাথ পুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ঠ নবনির্মিত ১তলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন।