বরগুনায় ১৪ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত
সমুদ্র ও নদী মোহনার তীরবর্তী জেলা বরগুনা। ‘মোহনা’ নামটির সাথে উপকূলীয় জনপদের প্রান্তিক মানুষের জীবন জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উপকূলীয় জেলা বরগুনায় জনপ্রিয় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের হলরুমে সকাল ১১ টায় মোহনা টিভি দর্শক ফোরাম ও বরগুনা প্রতিনিধি সাগর আকনের আয়োজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মরহুম জিয়াউদ্দিন আহমেদ মজুমদার এর আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কাটা
এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এডভোকেট এম মজিবুল হক কিসলু, এসময় আরও উপস্থিত ছিলেন একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটু, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি আরিফ হোসেন ফসল, ডেইলি নিউ এইজের প্রতিনিধি গোলাম হায়দার স্বপন, শফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সকলেই মোহনা টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।