ঘোড়াঘাটে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনাজপুরের ঘোড়াঘাটে মোহনা টিভির ১৪ তম পথচলা উপলক্ষে জন্মদিনের কেক কাটা, রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মোহনা টিভি প্রতিনিধি সামসুল ইসলাম সামু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মোহনা টিভি দর্শক ফোরামের আয়োজনে ও দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি ইফতেখার আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। আরো বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, একরামুল হক, শহিদুল ইসলাম, মীর হান্নান, মোকলেসুর রহমান সওদাগর প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় মোহনা টিভির দর্শক ফোরামের সদস্য, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।