বরগুনা প্রতিনিধি:
বরগুনা ডিবি পুলিশের অভিযানে বাবুল হাওলাদার (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তিকে আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রাম থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ব্যাক্তি মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
শনিবার রাত অনুমান সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (ওসি) মোঃ বশির আলম , এএসআই নাসির উদ্দিন সহ চৌকস টিম সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ বশির আলম জানান বরগুনা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল স্যার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে জানান তিনি।
<p>সম্পাদক ও প্রকাশক</p><p>আতাউর রহমান</p><p><br></p>
Copyright © 2025 আজকের কন্ঠ. All rights reserved.