ঠাকুরগাঁওয়ে আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তর, বাপাউবো, ঠাকুরগাঁও এর আয়োজনে টাংগন সেচ প্রকল্প এর সেচখালে আমন (ব্রি-৭৫) ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে টাংগন বাধ সেচ প্রকল্পের খড়িবারি এলাকায় আমন ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা (বাপাউবো, ঠাকুরগাঁও) মো: রফিউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কৃষ্ণকমল চন্দ্র সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঠাকুরগাঁও প ও র সার্কেল, বাপাউবো, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপাউবো, ঠাকুরগাঁও এর যান্ত্রিক প্রকৌশলী (যান্ত্রিক বিভাগ) মো: শামছুল হক, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, টাংগন ব্যারেজ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং ডব্লিউএমজি এবং ডব্লিউএমএ এর সদস্যরা। টাংগন ব্যারেজ ক্যানেল এর পানি দিয়ে উৎপাদিত ব্রি-৭৫ ধান উৎপাদন প্রতি হেক্টর ৫.৫ মে.টন।