জামালপুর-৫ আসনে সদরের সন্তানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মো: শামীম হোসেন,জামালপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনের সদরের সন্তানকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলার সাধারণ ভোটাররা।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সর্বস্তরের জনগন দিগপাইত ইউনিয়নে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে বটতলা গিয়ে শেষ হয়। পরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি মফিজুল ইসলাম লোমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. আল আমিন সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, জামালপুর সদর আসনে এমপি প্রার্থী হওয়ার মতো যোগ্য অনেক লোক আছে। তাদের মধ্য থেকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে জোর দাবী জানান বক্তারা।