মুক্তা’কে মনোনয়ন দেওয়ায় পঞ্চগড়ে আওয়ামীলীগের বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়-১ আসনে নাইমুজ্জামান মুক্তাকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৬- নভেম্বর) কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষনার পর থেকে রাত আনুমানিক ৯টা পর্যন্ত আসনের বিভিন্ন স্থানে এই অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করে । মুক্তা হাটাও আওয়ামীলীগ বাঁচাও, হাইব্রিড হাঁটাও আওয়ামীলীগ বাঁচাও শ্লোগান দিয়ে বক্তারা বলেন, নাইমুজ্জামান মুক্তা ছাত্রলীগ, যুবলীগ করা নেতা নয়। দলে তার কোন অবদান নেই। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে হাইব্রিড নেতাকে মনোনয়ন আমরা মানি না। এখানে তৃণমূলের কথা একবারও চিন্তা করা হয় নি। যে কারনে একযোগে আসনের বেশ কয়েকটি স্থানে এই বিক্ষোভ ও প্রতিবাদ পালিত হচ্ছে। নাইমুজ্জামান মুক্তাকে পঞ্চগড়ে’র মানুষ চিনে না। পঞ্চগড় শের-ই – বাংলা পার্ক চৌরঙ্গি মোর সংলগ্ন করতোয়া ব্রিজের প্রবেশ মুখে বিক্ষোভকারীরা শুয়ে পড়ে। সকলের দ্বাবী দলের ত্যাগী নেতার মনোনয়ন দিলে আমরা এই আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এ সময় জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। প্রায় সাড়ে চার ঘন্টা ব্যাপী এই কার্যক্রম চলমান ছিল। একপর্যায়ে জনদূর্ভোগের কথা বিবেচনা করে আগামী কালকে পুনরায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে উপস্থিত নেতাকর্মীরা সড়ক ছেড়ে দেয়।