ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান উপলক্ষে দেয়া মাহফিল অনুষ্ঠিত।
বুধবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ৯ জন শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করা হয়।
কুরআনের সবক প্রদান করবেন ফুলবাড়ী কানাহার মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু মুসা মোহাম্মদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি নজিবুল্লাহ,অত্র মাদ্রাসার জেনারেল শিক্ষক আজমল হোসেন,অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি তাজমিলুর রহমান নয়ন, মাই টিভির ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু,
বিশিষ্ট দলিল লেখক সৈয়দ শামসুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।