তালতলী থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ দুইজন আটক
বরগুনার তালতলী উপজেলায় ২০ লিটার চোলাই মদ সহ ২ মাদক কারবারিকে আটক করেছে তালতলী থানা পুলিশ। শনিবার (২ ডিসেম্বর ২০২৩) সকাল সোয়া সাতটায় তালতলীর নমিশেপাড়া থেকে মাদক কারবারিদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম জয়। সে নমিশে পাড়ার অং লাউয়ের ছেলে। অপরজন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ শহিদুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের নমিশে পাড়ায় তালতলী থানা পুলিশের একটি টিম ঝটিকা অভিযান চালায়। থানার উপ পরিদর্শক মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে এএসআই হুমায়ূন কবির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তালতলী উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট অফিসের সামনে পাকা রাস্তার উপর গাড়ি থামিয়ে আসামি নিজ হাতে সাদা প্লাস্টিক বস্তার ভিতর হতে চারটি মাম পানির বোতলে ২০ লিটার চোলাই মদ সহ জয় ও মামুন নামক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
তিনি আরো বলেন তালতলীতে মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে। চোলাই মদ সহ আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।