পুকুরের পানিতে ডুবে মামি ভাগিনীর মৃত্যু
সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে মামী-ভাগ্নীর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মামী জীম বেগম (২৪) ও তার ভাগ্নী উর্মিলা আক্তার (১১) নামের এক কিশোরীর মৃত্য হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার ইদিলপুর ইউপির পশ্চিমপাড়া গ্রামে এঘটনাটি ঘটে।
নিহত জীম বেগম নামের গৃহবধূ সে উপজেলার ইদিলপুর ইউপির পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ছালেক মিয়ার সহধর্মিণী ও ভাগ্নী উর্মিলা আক্তার নামের কিশোরী সে ওই এলাকার রহুল আমিনের মেয়ে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ইদিলপুর ইউপির পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ছালেকের সহধর্মিণী জীম বেগম বাড়ির পাশ্ববর্তী রাজু নামের এক জনৈক ব্যক্তির পুকুরে ঘাস পরিস্কার করতে যায়। ওই সময় তার ভাগ্নী
উর্মিলা আক্তার নামের কিশোরী পানিতে ডুবে যায়।
এসময় উর্মিলাকে উদ্ধারে জীব বেগম পুকুরের পানিতে লাফ দেয়। সঙ্গে সঙ্গে
দুজনে পুকুরের পানিতে হাবুডবু খেতে থাকে।
এঘটনায় স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসে খরব দিলে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আহত অবস্থায় ২জন উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জীম বেগম ও উর্মিলা খাতুনকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে, ইদিলপুর (ইউপি) সদস্য আমিনুর রশিদ মণ্ডল বলেন,পুকুরে ঘাস পরিস্কার করতে গিয়ে পানিতে ডুবে মামী- ভাগ্নীর মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নিমে এসেছে।
এবিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার রায় বলেন, এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে জীম ও উর্মিলাকে উদ্ধার করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।