আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করলেন বগুড়া’র জেলা জজ শরনিম আকতার
পঞ্চগড়ের আটোয়ারীতে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র হিসেবে দুইশত কম্বল বিতরণ করলেন আটোয়ারীর কৃতিসন্তান অবসরপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারী মোঃ তছলিম উদ্দীনের কন্যা জেলা জজ, প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়া, শরনিম আকতার (পাপড়ি)। সোমবার ( ০৪ ডিসেম্বর) দুপুরে তার পিত্রালয় উপজেলার রাধানগর ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের অসহায় শীতার্ত দুইশত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জজ শরনিম আকতার(পাপড়ি) বলেন, আমি এই এলাকার সন্তান। আমি সরকারি চাকুরী করার কারণে গ্রামের বাড়িতে আসতে পারি না। এ কারণে আমার এলাকার লোকজনের সাথে দেখা-সাক্ষাত করতে পারি না। আমি জানি শীতকালে উত্তরাঞ্চলে প্রচন্ড ঠান্ডা ও শৈত প্রবাহের কারণে অনেক গরীব অসহায় মানুষ কাহিল হয়ে পড়ে। অনেকের শীত নিবারনের জন্য একটি চাদর বা কম্বল কেনার সামর্থ থাকে না। আমার প্রতিবেশী সহ এলাকার অসহায় মানুষদের কথা ভেবে সামর্থ অনুযায়ী কিছু কম্বল নিয়ে এসেছি। আজ আমার পরিবারের লোকজনদের নিয়ে কম্বল বিতরণ করছি। প্রয়োজনে আরো কম্বল নিয়ে আসবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এলাকার সম্পদশালীদের প্রতি আহবান জানিয়েছেন। কম্বল বিতরণের সময় তার বড় ভাই হাবিব আকতার(বাবু), রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, সাবেক ইউপি সদস্য মতিয়র রহমান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, পরিবারের অন্যান্য লোকজন, উপকারভোগী সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।