পীরগঞ্জে নির্বাচনী উঠান বৈঠক
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার মাঝি ইমদাদুল হক উঠান বৈঠক করেছেন। রবিবার সন্ধ্যায় সৈয়দপুর ইউনিয়নের সূর্যপুর উচ্চ বিদ্যালয় এই উঠান বৈঠক করেন। এসময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইফতেখারুল ইসলাম ধ্রুব, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপ্লব কুমার রায় সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান প্রমুখ। নৌকার মাঝি ইমদাদুল হক বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা ছাড়া উন্নয়ন সম্ভব না। আমাদের ঠাকুগাঁও-৩ আসনে দীর্ঘ ২০ বছর নৌকার এমপি ছিল না। আমরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, আমরা ২০ বছর পর নৌকা প্রতীক পেয়েছি। তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় নৌকা মার্কার ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানায়। বিষ্ণুপদ রায় পীরগঞ্জ,ঠাকুরগাঁও ০১৭১৮৬৬৪৭০৫