আটোয়ারীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল তিন একর জমির ধানের পুঞ্জি
পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে তিন একর জমির ধানের পুঞ্জি পুড়ে ভূষ্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার (দফাদারপাড়া) গ্রামে। ক্ষতিগ্রস্থ হয়েছেন, ওই এলাকার মৃত সলিম উদ্দীনের পুত্র মোঃ ফজলে আলম(৫০)। ক্ষতিগ্রস্থ ফজলে আলম জানান, কয়েকদিন আগে ৩ একর জমির পাকা আমন ধান কর্তন করে বসত বাড়ীর বাহির আঙ্গিনায় পুঞ্জি দিয়ে রেখেছি। আজ সোমবার ( ০৪ ডিসেম্বর) রাত প্রায় আড়াইটার দিকে প্রাকৃতিক চাপে ঘুম থেকে টের পেয়ে ঘরের বাহিরে আসা মাত্রই দেখতে পাই, বাহির আঙ্গিনায় ধানের দু’টি পুঞ্জিতে দাউ-দাউ করে আগুন জলছে। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এমতাবস্তায় আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংবাদ পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ অগ্নিকান্ডে আনুমানিক ক্ষতির পরিমান তিন শত মণ ধান। যাহার বর্তমান মূল্য তিন লক্ষ টাকা। অনেকেই ধারনা করছেন, শত্রæতার জেরে কেহ ধানের পুঞ্জিতে আগুন লাগিয়ে দিতে পারে। এব্যাপার ক্ষতিগ্রস্থ মোঃ ফজলে আলম আটোয়ারী থানায় একটি এজাহার দায়ের করেছেন।