কলারোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাকিব মেমোরিয়াল ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্লিনিকটিতে আগুন লাগে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ ওবায়দুল্লা জানায়, ক্লিনিক ভবনের পাশের কেরোসিন তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে ধারণা করছেন তারা। সেখান থেকে আগুন ক্লিনিক ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করে যেটা জানতে পেরেছি শাইদুল এন্টারপ্রাইজের তেলের ড্রাম থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আগেই ক্লিনিকে অবস্থানকারীরা বেরিয়ে যায়। এ জন্য হতাহতের ঘটনা ঘটেনি।