নওগাঁয় গুনী নৃত্যজন সন্মাননা ও শাস্ত্রীয় নৃত্য সন্ধা অনুষ্ঠিত
বাজে রিমিঝিনি শুনি নুপুরের ধ্বনি এই স্লোগানকে ধারণ করে গুনী নৃত্যজন সন্মাননা ও শাস্ত্রীয় নৃত্য সন্ধা-২৩ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৮ ডিসেম্বর) সদর উপজেলা হল রুমে নৃত্য রং একাডেমি, নওগাঁর আয়োজনে অনুষ্ঠানে উদ্বোধন করেন, মুহাম্মদ রাশিদুল হক, পুলিশ সুপার, নওগাঁ। এ সময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ তাইফুর রহমান, জেলা কালচারাল অফিসার, শিল্পকলা একাডেমি, নওগাঁ। প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অধ্যক্ষ (অবঃ), নওগাঁ সরকারি কলেজ, মোঃ কায়েস উদ্দিন, সভাপতি, নওগাঁ জেলা প্রেস ক্লাব, অ্যাডঃ ডি.এম. আব্দুল বারা, সভাপতি, একুশে পরিষদ, নওগাঁ, মোঃ সিদ্দিকুর রহমান, সভাপতি, নওগাঁ থিয়েটার, মোসাদ্দেক হোসেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী। মোঃ শরিফুর রহমান, অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, নওগাঁ, রফিকুদ্দৌলা রাব্বি, সাধারণ সম্পাদক, আবৃত্তি পরিষদ নওগাঁ, মানবতাবাদী রোটা, চন্দন কুমার দেব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার, নওগাঁ, মোঃ হাসমত আলী, সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা। মনোয়ার হোসেন লিটন, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা, হুসাইন মোঃ আনোয়ার পারভেজ জোহা, পরিচালক, সালসাবিল ট্রেডার্স। মাগফুরুল হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নওগাঁ জেলা শাখা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোর্শেদা বেগম শিল্পী সভাপতি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নওগাঁ জেলা শাখা, নওগাঁ। উল্লেখ্য: নৃত্য রং একাডেমি, নওগাঁর পরিচালক লিজা সুলতানের আমন্ত্রণে বাংলাদেশ ও ভারতের নৃত্য শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশনা করেন।