পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজি কে বিদায় সংবর্ধনা এবং পীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল আনামকে বরণ সভা হয়েছে। সোমবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে এ সভা হয়। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হাফিজ উদ্দীন আহমেদ, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, থানা নবাগত আফিসার ইনচার্জ খায়রুল আনাম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, সহ সভাপতি কামরুন নেছা আইভি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা হেন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, তারেক হোসেন, দুলাল সরকার, বাদল হোসেন, আমিনুর রহমান প্রমূখ। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এ উপজেলা প্রায় ১ বছর ৪ মাস কর্মরত থেকে পাশ^বর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বদলি হয়েছে এবং অফিসার ইনচার্জ খায়রুল আনাম জেলার বালিয়াডাঙ্গী থানা থেকে গত রবিবার পীরগঞ্জ থানায় যোগদান করেছেন।