pub-4902861820262150
5:06 am, Sunday, 6 October 2024

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে,রোগমুক্ত ও সুস্থ্য আগামী প্রজন্ম গড়তে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করাহয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, ই.পি.আই. স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী,ঢাকা’র সাবেক উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী, আটোয়ারী থানার এসআই ওবায়দুল্লাহ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, এ বছর আটোয়ারীতে মোট ১৮,২৭২ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ – ১১ মাস বয়সী ১,৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ – ৫৯ মাস বয়সী ১৬,৪২২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকল শ্রেণি পেশার মানুষের সুবিধার্থে আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে ১৪৫ টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এতে ৬৭জন সুপারভাইজার এবং ১৯০ জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. হুমায়ুন কবীর আরো বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন ‘এ’ এর অভাবে হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 10:28:43 pm, Tuesday, 12 December 2023
86 বার পড়া হয়েছে
error: Content is protected !!

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : 10:28:43 pm, Tuesday, 12 December 2023

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে,রোগমুক্ত ও সুস্থ্য আগামী প্রজন্ম গড়তে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করাহয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, ই.পি.আই. স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী,ঢাকা’র সাবেক উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী, আটোয়ারী থানার এসআই ওবায়দুল্লাহ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, এ বছর আটোয়ারীতে মোট ১৮,২৭২ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ – ১১ মাস বয়সী ১,৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ – ৫৯ মাস বয়সী ১৬,৪২২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকল শ্রেণি পেশার মানুষের সুবিধার্থে আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে ১৪৫ টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এতে ৬৭জন সুপারভাইজার এবং ১৯০ জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. হুমায়ুন কবীর আরো বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন ‘এ’ এর অভাবে হয়।