দেবীগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরহি নিহত ১
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম হৃদয় (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার মামুনুর রশিদের ছেলে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টা’য় দেবীগঞ্জ উপজেলার ১০ নং চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানায়, নিহত হৃদয় গতরাতে দেবীগঞ্জ পৌর এলাকায় তার শ্বশুরবাড়ী গিয়েছিলেন। বউকে রেখে আজ মোটরসাইকেলে করে বাড়ী ফিরছিলেন হৃদয়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সড়ক দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,এ বিষয়ে থানায় একটি দূর্ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।