মানব সেবায় নিয়োজিত এক ঝাঁক তরুণ।
রাজধানী থেকে আসা এক টাকার মানব সেবা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, ঢাকা যাত্রাবাড়ী থেকে আসা এক টাকার মানব সেবা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
তীব্র শীতের মাঝে উষ্ণতার পরশ দিতে রাজধানী ঢাকা থেকে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে ছুটে এসেছে একদল তরুণ স্বেচ্ছাসেবী।
মহান বিজয় দিবস উপলক্ষে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এক টাকার মানব সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বাবু, দেবীগঞ্জ উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, জেলা পরিষদের সদস্য মো: আক্তার হোসেন (নিউটন) সহ অনান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ,শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী, আলামিন খন্দকার,মোঃ মনিরুজ্জামান(মনির), মনুষ্যত্ব সংগঠনের সভাপতি ওয়াসিম আকরাম,শ্রী উদয় রায় সহ স্থানীয় স্বেচ্ছাসেবী গণ।
কম্বল পেয়ে ৬৩ বছরের বৃদ্ধা শামসুন্নাহার বলেন “মুই গরিব মাইনষি কম্বল কিনিবার পারো নাই, এমরা মোক একখান কম্বল দিছে, আল্লাহ ওমাক ভালো করুক দোয়া করো, শীতবস্ত্র নিতে আসা মরিয়ম আক্তার বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন কারো কাছে কিছু চাইতেও পারি না, মুখ ফুটে বলতেও পারি না, আমাদের পরিস্থিতি অনুভব করে আমাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য ধন্যবাদ সংগঠনের প্রতিষ্ঠাতা কে।
আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন “আমরা ২০২০ সালে এক টাকার মানব সেবা সংগঠন প্রতিষ্ঠা করেছি, এর মাধ্যমে আমরা বন্যা সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে মানব সেবায় নিয়জিত আছি এরই সুত্র ধরে আমরা কয়েকদিন থেকে জানতে পারছি পঞ্চগড়ে তীব্র শীতের প্রকোপে নিম্ন আয়ের মানুষদের জীবন-যাপনে উষ্ণতার পরশ দিতে রাজধানী ঢাকা থেকে দেবীগঞ্জ উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী দের যোগাযোগ করে একটি তালিকা তৈরি করে আজকে তাদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম, আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।