গাইবান্ধায় জঙ্গল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভুতমারা বাজার সংলগ্ন আলাই নদীর
শেষ সীমানা বাধের পাশে একটি জঙ্গল থেকে ছাব্বির মিয়া (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ভুতমারা বাজার সংলগ্ন আলাই নদীর বাঁধের একটি জঙ্গল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাব্বির মিয়া নামের কিশোর সে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর ভুতমারা গ্রামের আনিছুর রহমানের ছেলে ও রাঘবপুর এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
স্বজনরা জানায়, রোববার(১৭ডিসেম্বর) আনুমানিক বিকেলের দিকে হঠাৎ করে ছাব্বির মিয়া নামের কিশোরটি নিখোঁজ হয়। এরপরে স্বজনরা তার সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয়। এরি একপর্যায়ে ওই স্থানে ছাব্বিরের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এখবর পেয়ে সাঘাটা থানার পুলিশ সেখানে গিয়ে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে। এসময় ওইস্থান একটি বস্তা ও জ্যাকেট উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছে,সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন বলেন,এখবর পেয়ে ছাব্বির হোসেন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।