উত্তরের জেলা পঞ্চগড়ে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় চার বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা জেলা পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক লিপন কুমার বসাকের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযানে চার বোতল বিদেশি মদ এবং ১০০ গ্ৰাম গাঁজা সহ অবিনাশ চন্দ্র নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলে আসামির ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। এসময় আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটক অবিনাশ চন্দ্র বোদা উপজেলার প্রধান পাড়া গ্ৰামের ক্ষিতিশ চন্দ্রের ছেলে।
মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক বলেন,ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ এবং তারাই আদালতে সোপর্দ করেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন এবং পুলিশ সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।