11:15 am, Tuesday, 17 September 2024

দেবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মোঃ লালন সরকার, স্টাফ রিপোর্টার।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মধুরাম রায় (৪০) নামকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মধুরাম রায় একই এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে।

এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে মরিচ ক্ষেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। কিছু সময় সেচ দেয়ার পর বিদ্যুৎ চলে গেলে তিনি সেচপাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বিদ্যুৎ এলে পুনরায় সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান মধুরাম।

এসময় ক্ষেতে কাজ করা অন্যরা দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডঃ মুক্তি বিশ্বাস,পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার,৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান ও এলাকাবাসীরা।

বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়, “এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 07:25:06 pm, Thursday, 21 December 2023
109 বার পড়া হয়েছে
error: Content is protected !!

দেবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় : 07:25:06 pm, Thursday, 21 December 2023

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মধুরাম রায় (৪০) নামকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মধুরাম রায় একই এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে।

এলাকাবাসী জানায়, বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে মরিচ ক্ষেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। কিছু সময় সেচ দেয়ার পর বিদ্যুৎ চলে গেলে তিনি সেচপাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বিদ্যুৎ এলে পুনরায় সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান মধুরাম।

এসময় ক্ষেতে কাজ করা অন্যরা দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডঃ মুক্তি বিশ্বাস,পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার,৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান ও এলাকাবাসীরা।

বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানায়, “এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।