7:28 pm, Thursday, 19 September 2024
সংবাদ শিরোনাম ::
জামালপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
জামালপুর-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের বিরুদ্ধে নির্বাচনী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের শাহবাজপুর বাজারে শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শাহবাজপুর বাজারের চাররাস্তা মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান আকন্দ বিপ্লব ও খায়রুল ইসলাম আঙ্গুর। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বুধবার দুপুরে শাহবাজপুর দক্ষিণ কৈডোলায় পারিবারিক দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষকে নির্বাচনী সংঘর্ষ উল্লেখ করে বৃহস্পতিবার সকালে সদর থানায় মিথ্যা মামলা দায়ের করে জাকির হোসেন নাম এক ব্যক্তি। সাজানো ওই মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের আসামী করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন উপস্থিত জনতা।
ট্যাগস :