4:02 am, Sunday, 6 October 2024
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে পাম্পে তেল নিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত জয়নগর পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৪০) পিতা মৃত্যু নবুর উদ্দিন, গ্রাম লালপুর। তিনি তেল নেওয়ার জন্য পাম্পে ঢোকার মুহূর্তে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রোডে সিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত মমিনুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অধীনে একটি প্রকল্পের ঘরবাড়ি ইউনিয়নের মাঠকর্মী হিসেবে চাকুরী করতেন। নিহত মমিনুলের ৮ মাসের একটি মেয়ে বাচ্চা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান পুলিশ, এ বিষয়ে ফুলবাড়ী থানার এস আই আবুল কালাম আজাদ জানান ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক। এ বিষয়ে ফুলবাড়ী অফিসার ইনচার্জ মুস্তাফিজার রহমান জানান ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষা শেষে থানায় নিয়ে আসা হয়েছে কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে অনেক চেষ্টা করে আটকানো সম্ভব হয়নি, আমরা খবর পাওয়ার আগে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। প্রেরক, মোঃ আল হেলাল চৌধুরী ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি মোবাইল নং ০১৮২০-৫২৯১৭৪ তারিখ: ২৯.১২.২০২৩ইং
ট্যাগস :