রাত পোহালেই ভোট পঞ্চগড়ের ভোটাররা ভোটদানের অপেক্ষায়
৭ জানুয়ারী রবিবার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চগড়ের ভোটাররা ভোটদানের অপেক্ষায় আছে। রাত পোহালেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দান করবেন।
পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনের মধ্যে পঞ্চগড় ১ আসনে একাধিক প্রার্থী থাকলেও নৌকা প্রতীকের নাইমুজ্জামান ভুইয়া মুক্তা দলীয় ভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্ধী হিসেবে নির্বাচন করছেন আনোয়ার সাদত সম্রাট। তিনি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
অপরদিকে পঞ্চগড় ২ আসনে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের সাথে তৃনমুল বিএনপির প্রতিদ্বন্ধী হবে।
পঞ্চগড় ২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। তার সাথে প্রতিদ্বন্ধীতা করছেন তৃনমুল বিএনপির আব্দুল আজিজ।
বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বললে তারা জানান, এবারের নির্বাচনে কোন উৎসাহ উদ্দীপনা নাই। তার পরেও আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবো।
পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেতুঁলিয়া উপজেলা নিয়ে পঞ্চগড় ১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩শ ৫৯ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৬শ ৬২ জন।
এর মধ্যে তেতুঁলিয়া উপজেলায় পুরুষ ভোটার ৫১ হাজার ৩শ ৬০ জন, মহিলা ভোটার ৫১ হাজার ৮শ ১ জন। মোট ভোটার ১ লক্ষ ৩ হাজার ১শ ৬১ জন। তেতুঁলিয়া উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৭ টি ।
পঞ্চগড় সদর উপজেলায় পুরুষ ভোটার ১ লক্ষ ১২ হাজার ৬শ ১৬ জন, মহিলা ভোটার ১ লক্ষ ১০ হাজার ৯শ ২৪ জন। মোট ভোটার ২ লক্ষ ২৩ হাজার ৫শ ৪১ জন। পঞ্চগড় সদর উপজেলায় ভোট কেন্দ্রের ৭৮ টি।
আটোয়ারী উপজেলায় পুরুষ ভোটার ৫৫ হাজার ৩শ ৮৩ জন, মহিলা ভোটার ৫৪ হাজার ৯শ ৩৭ জন। মোট ভোটার ১ লক্ষ ১০ হাজার ৩শ ২০ জন। আটোয়ারী উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪১ টি।
পঞ্চগড় ২ আসনে মোট ভোটার রয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৯শ ৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৯৫ হাজার ৭শ ১০ জন। মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ২শ ২৮ জন আর তৃতীয় লিঙ্গের ৩ জন।
তার মধ্যে দেবীগঞ্জ উপজেলায় ভোটার রয়েছে ১ লক্ষ ৯৫ হাজার ৮শ ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৮ হাজার ৫শ ১ জন, মহিলা ভোটার রয়েছে ৯৭ হাজার ৩শ ২১ জন। দেবীগঞ্জ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৬৭ টি।
বোদা উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ১শ ১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৭ হাজার ২শ ৯ জন। মহিলা ভোটার রয়েছে ৯৬ হাজার ৯শ ৭ জন। বোদা উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হলো ৬৪ টি।
নিউজ/ এডিটর / রেজাউল ইসলাম।