দৈনিক আজকের কন্ঠ এর ভিষন ও মিশন
দৈনিক আজকের কন্ঠ ajkerkanho.com অনলাইন পত্রিকা নতুন ভাবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে। দৈনিক আজকের কন্ঠ পত্রিকাটি বর্তমানে অনলাইনের পাশাপাশি ই-পেপার ও প্রকাশ করা হচ্ছে। পত্রিকাটির দায়িত্বে রয়েছেন একঝাঁক মেধাবী সাংবাদিক। অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত সংবাদকর্মীদের মাধ্যমে মাঠে থাকা বস্তুনিষ্ঠ তথ্য ও সঠিক অনুসন্ধান ঘটনার আলোকে সংবাদ প্রকাশিত করা হচ্ছে। এবং নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য আজকের কন্ঠ পত্রিকার মাধ্যমে প্রশিক্ষনের মাধ্যমে সংবাদ প্রকাশ করা। বর্তমানে হলুদ সাংবাদিকদের দৌড়াত্বে আসল সাংবাদিকগণ এর পরিচয় ক্ষুন্ন হচ্ছে। তাই আজকের কন্ঠে সাংবাদিকদের সকল তথ্য সহ স্টাফদের পরিচয় ওয়েবসাইটে দেওয়া থাকবে। সকল সাংবাদিকদের সংবাদ লেখার কলাকৌশল, সাংবাদিক নীতিমালা, সংবাদ সংগ্রহের সোর্স, অনুসন্ধান সংবাদ এর নিয়মকানুন, সংবাদ তথ্য প্রাপ্তির সকল নিয়ম কানুন এর বই দেওয়া হবে।
পত্রিকাটির উপদেষ্টা হিসেবে রয়েছে এডভোকেট নজরুল ইসলাম। এবং আইটি স্পেশালিস্ট হিসেবে রয়েছে শামীম রেজা যিনি ১০ বছরেরও বেশি সময় ধরে আইটি নিয়ে কাজ করছেন। এবং সংবাদ বিষয়ক ওয়েবসাইট নিয়ে কাজ করছেন। বর্তমানে শামীম রেজাকে দৈনিক আজকের কন্ঠে বার্তা সম্পাদক ও একই সাথে বিজ্ঞাপন ম্যানেজার এর দায়িত্ব অর্পন করা হয়েছে। এবং সহকারী বার্তা সম্পাদক হিসেবে রেজাউল ইসলাম ভূমিকা রাখবে।দৈনিক আজকের কন্ঠ পত্রিকার সম্পাক আতাউর রহমান জানান পত্রিকাটির মান উন্নয়নে আমরা যথেস্ট কাজ চালিয়ে যাবো। দৈনিক আজকের কন্ঠ AJKER KANTHO সরকারের রাষ্ট্রীয় নিতীমালানুযায়ী সংবাদ প্রকাশ করা হবে। এবং পত্রিকাটির প্রিন্ট এর জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের চাহিদা অনুযায়ী দৈনিক আজকের কন্ঠে থাকছে সাপ্তাহিক আয়োজন সুস্বাথ্য প্রতিদিন। প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পত্রিকার লাইভ অনুষ্ঠানে এই আয়োজন করা হবে। যা দেশের ডিজিটাল মাধ্যম টেলিমেডিসিন হিসেবে ভূমিকা রাখবে। দৈনিক আজকের কন্ঠ ajkerkantho দেশের নিত্য নতুন ডিজিটাল তথ্য যা তথ্য ও বিনোদন এর সংবাদ প্রকাশ করবে।
আজকের কন্ঠ পত্রিকা জনপ্রিয় সংবাদের তালিকায় মূখ্য ভূমিকা রাখবে। তবে ajker kantho এর বিনোদন, স্পোর্টস বিভাগে প্রতি সপ্তাহে আপডেট সংবাদ তুলে ধরা হবে। দেশের বিনোদন ও খেলাধুলার প্রতি মানুষের চাহিদা থাকায় আজকের কন্ঠে বিনোদন ও স্পোর্টস রিপোর্টার নিয়োগ দেওয়া হবে।
বিভাগীয় সংবাদ গুলোর জন্য আপাতত ajkerkantho.com পত্রিকাটিতে ২০২৩ সাল পর্যন্ত বিভাগীয় কেটাগরি অনুযায়ী সংবাদ দেওয়া হচ্ছে। পরবর্তীতে ২০২৩ সালের শেষের দিকে জেলা, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল কেটাগরির মাধ্যমে সংবাদ প্রকাশ করা হবে। যা পাঠকের নিজের পছন্দের মাধ্যমে Doinik ajker kantho সংবাদ পড়তে পারবে।
সংবাদ যারা পড়ে তারা শুধু পাঠক হিসেবে বিবেচিত হন। কিন্তু এর মধ্যে বর্তমানে সকল শ্রেণীর মানুষ থাকে। তার মধ্যে বেকার সংখ্যা বেশি থাকে । এক জরিপে এই তথ্য পাওয়া যায়। আজকের কন্ঠ AJKER KANTHO পত্রিকায় তাই বেকার এবং কর্ম বা চাকরি প্রার্থীদের জন্য নিয়মিত সত্যানুযায়ী চাকরির সংখ্যা তুলে ধরা হবে। সরকারী, বেসরকারী, এনজিও, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ বিভিন্ন বিভাগ অনুযায়ী চাকরির তথ্য প্রকাশ করা হবে। যা দৈনিক আজকের কন্ঠ বেকারত্ব কমাতে এই সহযোগিতা করবে।
শিক্ষার্থীদের জন্য আজকের কন্ঠ নিয়মিত কুইজ, ছন্দ ছড়া, কবিতা লেখার জন্য শিক্ষা ও সাহিত্য বিভাগ খুলেছে যেখানে সকল শিক্ষার্থী তাদের পছন্দানুযায়ী লিখতে পারবে। Doinik ajker kantho পত্রিকার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মাসিক কুইজ বিজয়ীদের প্রতিযোগিতার পুরষ্কার রয়েছে। এবং বর্ষসেরা কুইজ বিজয়ীদের আকর্ষনীয় পুরষ্কার দেওয়া হবে।
তবে উল্লেখ্য যে আজকের কন্ঠে পাঠকদের চাহিদার জন্য অন্য পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ গুলো হুবহু প্রকাশ করা হলে তথ্য ও সুত্রসহ পত্রিকাটির নাম তুলে ধরা হবে। নিয়মানুসারে দৈনিক আজকের কন্ঠ পত্রিকার সকল সংবাদকর্মীদের দেওয়া অন্য কোনো পত্রিকার কপি ফটো ও সংবাদ প্রকাশ করা হবেনা। দেশের সকল অনলাইন ও প্রিন্ট পত্রিকার প্রতিশ্রদ্ধাবোধ রেখে আজকের কন্ঠ সংবাদ পত্রিকাটি সকল ধারাবাহিকতা বজায় রাখবে।
আজকের কন্ঠের লোগোটি কপিরাইট হিসেবে ব্যবহ্রত হয়েছে ২ টি বাংলা ফন্ট ও ১ টি ইংরেজি ফন্ট এবং লেখাগুলোর মধ্যে ভারী রং করা হয়েছে লাল রং এ খয়েরী কালার এবং সবুজ রং এ গাড় সবুজ দেওয়া হয়েছে। বাংলাদেশের পত্রিকার লোগের মান ধরে রাখার জন্য সবুজ পতাকার মত লোগোটি ডিজাইন করা হয়েছে। এছাড়া লোগোর নিচে ২ টি রেখা দেওয়া হয়েছে যা বাংলাদেশের মানুষ সহজেই বুজতে পারবে।
আজকের কন্ঠে লোগোর মধ্যে আজকের লেখা লাল ও নিচের ১ নং রেখা সবুজ ও নিচের ২ নং রেখাটি লাল হিসেবে বাংলাদেশের পতাকার রুপ নিয়ে আসা হয়েছে। লোগোটির ডিজাইন করা হয়েছে ওয়েবসাইটটির আইটি এক্সপার্ট শামীম রেজাকে দিয়েই। লোগোর মান ও ধরন বাংলাদেশের জাতীয় একটি পত্রিকার মান বজায় রাখবে বলে জানান তিনি। একটি কোম্পানি বা সংস্থা লোগোর মাধ্যমেই প্রচার ও প্রসার হচ্ছে। লোগোর মধ্যেই সকল তথ্য খুজে পাওয়া যায়। দৈনিক আজকের কন্ঠ AJKERKANTHO.COM আপাতত অনলাইন ভার্সন ও ই-পেপার এর মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
নিউজরুম/ আজকের কণ্ঠ
ত্যাগঃ আজকের কন্ঠ নিউজ, আজকের কণ্ঠ সংবাদ, আজকের কণ্ঠ সাংবাদিক নিয়োগ