সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রী হওয়ায় নওগাঁয় মিষ্টি বিতরণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আওয়ামী লীগ মনোনীত ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী হওয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নওগাঁ শহরের সরিষা হাটে মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, সংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, যুব মহিলা লীগের সভাপতি নাতাশা, সাধারণ সম্পাদক, ফেন্সি আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান শিউল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বাহাদুর সহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।