পঞ্চগড়ে যাত্রা শুরু হলো “সেবার আলো ফাউন্ডেশনের”
মাদক, বাল্য বিবাহ, যৌতুক সহ সকল প্রকার অন্যায় অনিয়ম থেকে সমাজকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে পঞ্চগড়ে প্রতিষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “সেবার আলো ফাউন্ডেশন”। শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি গঠন, মতবিনিময় ও পরিচিতি সভার মাধ্যমে যাত্রা শুরু হয় সংগঠনটির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক, মো. রহমতুল্লাহ রোজি ও হাফেজ সানাউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য আবু হানিফা, আসাদুজ্জামান আসাদ, মোর্শেদ আলী, সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাধারন সম্পাদক ইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক আসিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন ক্বরী বদিউজ্জামান।