বরগুনায় ভুল সিজারে প্রসূতি সহ নবজাতকের মৃত্যু
বরগুনার বামনায় ভুল সিজারে প্রসূতি সহ নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনার, বামনা উপজেলার, ডৌয়াতলা ইউনিয়নের, কলেজ রোড এলাকায় সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। ভুল সিজার করায় মেঘলা (২০) নামের এক প্রসূতিসহ নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। গতকাল রাত অনুমান আটটা থেকে ১১ টা পর্যন্ত ওই হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মেঘলা আক্তার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের, উত্তর রামনা গ্রামের রফিকুল ইসলাম তারেক এর স্ত্রী ও একই উপজেলার ডৌয়াতলা গ্রামের ছগির হাওলাদারের কন্যা। তার পরিবার জানান, সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসি মেঘলা কে। হাসপাতালের কর্তৃপক্ষ বাচ্চার অবস্থা ভালো না বলে জানায় এবং আজকের মধ্যেই সিজার করতে বলেন। রাত আটটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেঘলাকে সিজার করাতে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার ছাড়া অপারেশন রুমে নিয়ে সিজার করেন। অপারেশন রুমে তিন ঘন্টা পর গিয়ে স্বজনরা দেখে মেঘলাকে হত্যা করে মেরে ফেলা হয়েছে। নার্সরা জানায়, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ সময় লাগবে। এই বলেই ডাক্তার ও নার্সরা হাসপাতাল থেকে চলে যান। পরে বুঝতে পারি মেঘলা সহ সন্তান মারা গেছেন। ভুল সিজারের কারণেই মারা গেছেন বলে অভিযোগ করেন তারা। জানা যায় অত্র ডায়াগনস্টিক সেন্টার এর মালিক ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ,ইউপি সদস্য রেজাউল ইসলাম , মনির, আলামিন, এ ঘটনার পর থেকে মালিকপক্ষ আত্মগোপনে রয়েছে। তবে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় বামনা ডৌয়াতলা বাজারের সেই নিবন্ধনহীন অবৈধ ক্লিনিক “সুন্দরবন হাসপাতাল তালাবদ্ধ করেছে সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তারেক হাসান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন এবং হাসপাতাল তালাবদ্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবেন জানান তিনি। ঘটনাস্থলে গিয়েছি, হাসপাতালটি অনুমোদনবিহীন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে , এবিষয়ে মামলা প্রক্রিয়া চলছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে জানান, বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল। মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা সংবাদদাতা