pub-4902861820262150
5:03 am, Sunday, 6 October 2024

সরিষা ক্ষেতে মৌচাষ অল্প খরচে বেশি লাভের আশা করছেন চাষিরা

নিজস্ব প্রতিবেদক।

এ যেন দেখা যায় হলুদ রাজ্য। যেদিকে চোখ যায় হলুদের সমারোহ। বাতাসে মাঠে দোল খাচ্ছে সরিষা গাছ। সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ-বাক্স। কিছুদিন পরপর সরিষা ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। ক্ষেতে মৌমাছির আনাগোনা বেড়ে যায়, সরিষার ফলনও হয়েছে দারুন। দেবীগঞ্জ উপজেলার সরিষা ক্ষেতে মধু উৎপাদন করে দারুণ সাফল্য পাওয়ার আশা করছনে চাষিরা। এতে তারা আর্থিকভাবেও দারুণ লাভবান হয়েছেন। ভালো লাভ হওয়ায় এলাকায় সরিষা ও মৌচাষে আগ্রহ বেরেছে উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা :শেফালী বেগম বলেন, দেবীগঞ্জ উপজলোর ৫নং সুন্দর সুন্দর দিঘী ইউনিয়নের শিবের হাট এলাকায় সরিষার আবাদ ভালো হয়। তাই যারা সরিষা চাষাবাদ করেন তাদের মৌচাষে উদ্বুদ্ধ করা গেলে অনেকের কর্মসংস্থান হবে। এতে একদিকে সরিষার উৎপাদনে অনেক অংশে বাড়বে, অন্যদিকে অল্প খরচে মৌচাষ করে বেকারত্ব দূর করা সম্ভব। উপজেলার শিবের হাট এলাকার কৃষকগণ বলেন এবার অনকে জমিতে সরিষা চাষ করেছে । পাশাপাশি দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের পরামর্শে মধু সংগ্রহে ক্ষেতে স্থাপন করেছেন মৌ-বাক্স। ইতোমধ্যে মধু আহরণ শুরু করেছেন এতে সরিষার পাশাপাশি মধু উৎপাদন করে আর্থিকভাবে  লাভবান হচ্ছেন কৃষকগণ। মৌ- চাষী মমিনুল ইসলাম জানান, তিনি প্রতি বছর সরিষার চাষাবাদ করেন। তবে এবার কৃষি অফিসের পরামর্শে সরিষার পাশাপাশি মৌচাষ করেছেন। প্রথম পর্যায়ে একটি রানী মৌমাছির সঙ্গে ১,৬০০টি মৌমাছি সংগ্রহ করছিলেন। এখন মৌমাছি বংশ বৃদ্ধি করে সংখ্যায় ৪ থেকে ৫ হাজার হয়েছে। তিনি প্রতি ৭ দিন অন্তর ২ থেকে ২.৫০০ কেজি মধু আহরণ করতে পারেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সরিষার চাষ বেড়েছে। এবার ৫ হাজার ৩৩৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা। অল্প পরিশ্রম, কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে দিনদিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। চলতি মৌসুমে কৃষকদের সরিষার পাশাপাশি মৌচাষে উদ্বদ্ধু করার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একজন কৃষককে প্রায় ৩৬ হাজার টাকার মৌচাষের সরঞ্জাম প্রদান করা হয়েছে। যেখানে রয়েছে মৌ-বাক্স, মধু সংগ্রহের মেশিন, ড্রাম।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. শেফালী বেগম জানান, নভেম্বর থেকে জানুয়ারি মাসে সরিষার চাষাবাদ ও ফলন হয়। চলতি মৌসুমে উপজেলায় সরিষার চাষাবাদ বেড়েছে, সরিষা ক্ষেতে মৌ-চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন চাষিরা। সরিষার ক্ষেতে মৌমাছি ফুলের ওপর বসলে পরাগায়নে ফসলের পুষ্টি বৃদ্ধি হয়। শুধু সরিষাই নয়, মৌমাছি ফুলের পরাগায়ন ঘটিয়ে নানা ধরনের রবি শস্যের ফলন বৃদ্ধি করে। “তিনি আরো বলেন আগে মৌ-চাষ হতো না বললেই চলে। তাই এখন মৌ-চাষে চাষিদের উদ্বদ্ধু কার্যক্রম শুরু হয়েছে। এবার একজন কৃষকের মাধ্যমে সরিষার পাশাপাশি মৌ-চাষ হয়েছে। ইতিমধ্যে তিনি মধু আহরণ শুরু করেছেন। তার সাফল্যের কথা শুনে অনেকেই উদ্বদ্ধু হচ্ছেন। এবছর সরিষার পাশাপাশি ৫ নং সুন্দর দিঘী ইউনিয়ন এলাকায় নতুন করে পেঁয়াজ, গম সহ বিভিন্ন ফসলের চাষাবাদ ভালো হয়েছে বলে তিনি জানান।

নিউজ এডিটর / রেজাউল ইসলাম। 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “সরিষা ক্ষেতে মৌচাষ অল্প খরচে বেশি লাভের আশা করছেন চাষিরা

  1. উপস্থাপনা মোটামুটি ভালো হয়েছে কিন্তু মৌ চাষের বিষয়টি আরো পরিষ্কার করা উচিত ছিল। মৌচাক সম্পর্কিত অনেক তথ্যই এখানে উপস্থাপন করা হয়নি।
    মৌচাষ নিয়ে লেখনীর জন্য আপনাকে ধন্যবাদ।

  2. উপস্থাপনা মোটামুটি ভালো হয়েছে কিন্তু মৌ চাষের বিষয়টি আরো পরিষ্কার করা উচিৎ ছিল। মৌচাষ সম্পর্কিত অনেক তথ্যই এখানে উপস্থাপন করা হয়নি।
    মৌচাষ নিয়ে লেখনীর জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 05:19:27 pm, Wednesday, 17 January 2024
264 বার পড়া হয়েছে
error: Content is protected !!

সরিষা ক্ষেতে মৌচাষ অল্প খরচে বেশি লাভের আশা করছেন চাষিরা

আপডেট সময় : 05:19:27 pm, Wednesday, 17 January 2024

এ যেন দেখা যায় হলুদ রাজ্য। যেদিকে চোখ যায় হলুদের সমারোহ। বাতাসে মাঠে দোল খাচ্ছে সরিষা গাছ। সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ-বাক্স। কিছুদিন পরপর সরিষা ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। ক্ষেতে মৌমাছির আনাগোনা বেড়ে যায়, সরিষার ফলনও হয়েছে দারুন। দেবীগঞ্জ উপজেলার সরিষা ক্ষেতে মধু উৎপাদন করে দারুণ সাফল্য পাওয়ার আশা করছনে চাষিরা। এতে তারা আর্থিকভাবেও দারুণ লাভবান হয়েছেন। ভালো লাভ হওয়ায় এলাকায় সরিষা ও মৌচাষে আগ্রহ বেরেছে উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা :শেফালী বেগম বলেন, দেবীগঞ্জ উপজলোর ৫নং সুন্দর সুন্দর দিঘী ইউনিয়নের শিবের হাট এলাকায় সরিষার আবাদ ভালো হয়। তাই যারা সরিষা চাষাবাদ করেন তাদের মৌচাষে উদ্বুদ্ধ করা গেলে অনেকের কর্মসংস্থান হবে। এতে একদিকে সরিষার উৎপাদনে অনেক অংশে বাড়বে, অন্যদিকে অল্প খরচে মৌচাষ করে বেকারত্ব দূর করা সম্ভব। উপজেলার শিবের হাট এলাকার কৃষকগণ বলেন এবার অনকে জমিতে সরিষা চাষ করেছে । পাশাপাশি দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের পরামর্শে মধু সংগ্রহে ক্ষেতে স্থাপন করেছেন মৌ-বাক্স। ইতোমধ্যে মধু আহরণ শুরু করেছেন এতে সরিষার পাশাপাশি মধু উৎপাদন করে আর্থিকভাবে  লাভবান হচ্ছেন কৃষকগণ। মৌ- চাষী মমিনুল ইসলাম জানান, তিনি প্রতি বছর সরিষার চাষাবাদ করেন। তবে এবার কৃষি অফিসের পরামর্শে সরিষার পাশাপাশি মৌচাষ করেছেন। প্রথম পর্যায়ে একটি রানী মৌমাছির সঙ্গে ১,৬০০টি মৌমাছি সংগ্রহ করছিলেন। এখন মৌমাছি বংশ বৃদ্ধি করে সংখ্যায় ৪ থেকে ৫ হাজার হয়েছে। তিনি প্রতি ৭ দিন অন্তর ২ থেকে ২.৫০০ কেজি মধু আহরণ করতে পারেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সরিষার চাষ বেড়েছে। এবার ৫ হাজার ৩৩৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষা। অল্প পরিশ্রম, কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে দিনদিন আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। চলতি মৌসুমে কৃষকদের সরিষার পাশাপাশি মৌচাষে উদ্বদ্ধু করার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একজন কৃষককে প্রায় ৩৬ হাজার টাকার মৌচাষের সরঞ্জাম প্রদান করা হয়েছে। যেখানে রয়েছে মৌ-বাক্স, মধু সংগ্রহের মেশিন, ড্রাম।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. শেফালী বেগম জানান, নভেম্বর থেকে জানুয়ারি মাসে সরিষার চাষাবাদ ও ফলন হয়। চলতি মৌসুমে উপজেলায় সরিষার চাষাবাদ বেড়েছে, সরিষা ক্ষেতে মৌ-চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন চাষিরা। সরিষার ক্ষেতে মৌমাছি ফুলের ওপর বসলে পরাগায়নে ফসলের পুষ্টি বৃদ্ধি হয়। শুধু সরিষাই নয়, মৌমাছি ফুলের পরাগায়ন ঘটিয়ে নানা ধরনের রবি শস্যের ফলন বৃদ্ধি করে। “তিনি আরো বলেন আগে মৌ-চাষ হতো না বললেই চলে। তাই এখন মৌ-চাষে চাষিদের উদ্বদ্ধু কার্যক্রম শুরু হয়েছে। এবার একজন কৃষকের মাধ্যমে সরিষার পাশাপাশি মৌ-চাষ হয়েছে। ইতিমধ্যে তিনি মধু আহরণ শুরু করেছেন। তার সাফল্যের কথা শুনে অনেকেই উদ্বদ্ধু হচ্ছেন। এবছর সরিষার পাশাপাশি ৫ নং সুন্দর দিঘী ইউনিয়ন এলাকায় নতুন করে পেঁয়াজ, গম সহ বিভিন্ন ফসলের চাষাবাদ ভালো হয়েছে বলে তিনি জানান।

নিউজ এডিটর / রেজাউল ইসলাম।