ঘোড়াঘাটে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালিত
এগারো পেরিয়ে বারোতে পর্দাপণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ১১তম বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে এশিয়ান টিভির ঘোড়াঘাট প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবিরের সভাপতিত্বে ও সাংবাদিক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.মাহমুদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত,ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জীমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, একরামুল হক, সাংবাদিক শুভ, সোহান, মাহফুজ, বাবুসহ অনেকে। বক্তারা এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মো. আনভিল বাপ্পি ঘোড়াঘাট,দিনাজপুর তাং১৮/১/২৪ ইং